Self Assessment

Self Assessment

Q&A Icon

What types of merits and demerits should I write?

Well let's analyses yourself before finding your merits and demerits. It's you who can relate your weaknesses and strengths. 

Q&A Icon

What if I have no such good quality but want to write about it?

Try to understand your qualities. You definitely have some good qualities.

Q&A Icon

How can I honestly portray my actual demerits, or should I?

You should be free and spontaneous. Do not be too assertive that you will have to get your selection.

Q&A Icon

Should I use very high-quality merits?

You don’t need to hold a very high-quality merit for your selection. Just try to maintain a balanced merit.

Q&A Icon

I am not a very good student, and the teacher doesn’t like me; should I confess it?

Yes you can write this don't be too much assertive just say because of being a bad student teacher don't like me but for my punctuality they likes me too . Be truthful in a positive way. Why so negative man! as this is your chance to write about yourself focus on a constructive criticism. 

Q&A Icon

I have many conflicts with my family and friends; should I confess?

Try to express yourself in a positive way. Don't get always negative and in your viva if they ask you to confess these negative things then describe it. 

Q&A Icon

I am a Muslim, but I don't complete prayers regularly; should I confess, and how will they judge me if I do?

There is no problem of expressing the true fact but you should try to prayer regularly. Tell them the truth that you try to say your prayer regularly but due to some distraction sometimes you fail to say prayers.

Q&A Icon

Many people around me are jealous of my success and act as critics; should I confess?

Successful people don’t hesitate to tell the truth but share there critici's helps you to know your weakness and you work on these to your growth. This shows you're accepting criticism. 

Q&A Icon

How can I identify my actual merits and demerits?

Powered by Froala Editor

You should be free and spontaneous. Just be yourself.

Powered by Froala Editor

Q&A Icon

Should I copy from other GC holders?

Never. Just acquire experience but you are an unique person. You have your own ideology and psychology. Don’t try to copy others. It will hinder your selection.

Q&A Icon

 নিজেকে সামাজিক দিক থেকে কি মনে করো?

Powered by Froala Editor

একজন সামাজিক জীব হিসেবে আমি সর্বদা সমাজের রীতি-নীতি বা নিয়মকানুন মেনে চলার চেষ্টা করি। এছাড়াও বড়দের শ্রদ্ধা কর ছোটদের স্নেহ করা এবং সমাজে বসবাসকারী প্রতিবেশীদের যেকোনো বিষয়ে সাহায্য করার মানসিকতা আমার রয়েছে বা আমি চেষ্টা করি তাদেরকে সাহায্য করতে।

Powered by Froala Editor

Q&A Icon

ধর্মীয় দিক থেকে কি মনে করো?:

Powered by Froala Editor

একজন মুসলিম হিসেবে আমি সবসময় চেষ্টা করি ইসলাম ধর্মের সকল নিয়ম কানুন মেনে চলার। তাই আমি সর্বদা চেষ্টা করি আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধি নিষেধ গুলো মেনে চলার। আমি সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, সাদাকা ও যাকাত দেওয়ার যাকাত দেওয়ার চেষ্টা করি, সাওম পালন করে থাকি, ধর্মের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করি এবং ধর্মীয় বিষয়াদি জানার চেষ্টা করি।

অন্যের ধর্মকে সর্বদা সম্মান করে চলি বা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকান্ড থেকে দূরে থাকি।

Powered by Froala Editor

Q&A Icon

মানসিক দিক থেকে কি মনে করো?

Powered by Froala Editor

আমি নিজেকে সর্বদা একজন সুস্থ মানসিকতার মানুষ হিসেবে মনে করি কারুণ। আমি যে কোন বিষয় নিয়ে সুস্থ-স্বাভাবিকভাবে এবং যুক্তিযুক্তভাবে চিন্তা করার চেষ্টা করি এবং ভেবেচিন্তে যেকোনো কাজ করার চেষ্টা করি। এছাড়াও আমি নিজেকে ব্যক্তিগতভাবে খুব ধৈর্যশীল হিসেবে মনে করি এবং আমার মাঝে মানসিক জোর রয়েছে বলে আমি মনে করি।

Powered by Froala Editor

Q&A Icon

নৈতিক: দিক থেকে কি মনে করো?

Powered by Froala Editor

নৈতিকভাবে নৈতিকভাবে আমি সর্বদা নিজেকে একজন ন্যায় ও নিষ্ঠাবান মানুষ হিসেবে মনে করি। আমি সব সময় সত্য কথা বলার চেষ্টা করি, দেশকে ভালোবাসি ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। সর্বদা মানুষকে সহায়তা করার চেষ্টা করি। যেকোনো কাজ সৎ ও ন্যায় পরায়নতার সাথে এবং দায়িত্বশীলতার সাথে করতে পছন্দ করি।

Powered by Froala Editor

Q&A Icon

সাংস্কৃতিক:দিক থেকে কি মনে করো?

Powered by Froala Editor

একজন বাঙালি হিসেবে সর্বদা আমার বাংলাদেশের সংস্কৃতি মেনে চলার চেষ্টা করি এবং বাংলাদেশের সংস্কৃতিকে সর্বদা সম্মান করি। এরই ফলশ্রুতিতে আমি আমাদের বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক-সিনেমা ইত্যাদি মাঝে মাঝে দেখে থাকি এবং গান শুনে থাকি। তবে আমি এর পাশাপাশি অন্যান্য দেশের সংস্কৃতিও দেখে থাকি। সেখানে যদি তাদের কোন কিছু আমার ভালো লাগে বা তাদের কোনো সংস্কৃতি আমাদের সাথে মিলে যায় বা তা মানানসই হয় তবে আমি তা করার চেষ্টা করি। নিজের সংস্কৃতির পাশাপাশি আমি সর্বদা অবশ্যই অন্য দেশের সংস্কৃতি ও সম্মান করে থাকি।

Powered by Froala Editor

Q&A Icon

শারীরিক:দিক থেকে কি মনে করো?:

Powered by Froala Editor

শারীরিকভাবে শারীরিকভাবে আমি নিজেকে সুস্ত স্বাভাবিক মানুষ হিসেবে মনে করে থাকি। কারণ আল্লাহর রহমতে আমি কখনো বড় ধরনের কোনো অসুখ বিসুখ এর সম্মুখীন হয়নি এবং কোনো দুর্ঘটনার সম্মুখীন আমি হইনি। এছাড়াও যেকোনো ধরনের সুস্থ স্বাভাবিক কাজকর্মে আমি যোগদান করে থাকি এবং নিজের বেশ পরিশ্রম করতে পারি। তাই আমি নিজেকে একজন সুস্থ স্বাভাবিক ও শক্ত সমর্থবান মানুষ হিসেবে মনে করে থাকি।

Powered by Froala Editor

Q&A Icon

পিতা-মাতা তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করেন?

জামার পিতামাতা আমাকে সর্বদা একজন নম্র, ভদ্র, বিনয়ী ও তাদের অনুগত সন্তান হিসেবে মনে করে থাকেন। কারণ আমি সর্বদা তাদের আদেশ-নিষেধ মেনে চলি এবং তাদের ভালোলাগা ও খারাপ লাগার বিষয়গুলো মেনে চলে চলার চেষ্টা করি। এছাড়াও তারা আমাকে একজন মেধাবী ও বিচক্ষণ মানুষ হিসেবেও মনে করে থাকেন।

Q&A Icon

আস্ত্রীয়-স্বজন তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করেন?

আমার আত্মীয় স্বজন আমাকে সর্বদা একজন নম্র-ভদ্র, ভালো শিক্ষার্থী, বিনয়ী, দায়িত্বশীল ও বিবেকবান মানুষ হিসেবে মনে করে থাকেন। এছাড়াও তাদের বিভিন্ন কাজকর্মে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি তাই তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক সর্বদা বদিয়ে থাকে এবং তারা সবাই আমাকে অনেক ভালোবাসেন।

Q&A Icon

শিক্ষক-শিক্ষীকা মন্ডলী তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করেন?

আমার শিক্ষক-শিক্ষিকা মন্ডলের গান আমাকে সর্বদা নম্র-ভদ্র, চুপচাপ/চঞ্চল, ভালো শিক্ষার্থী এবং নেতৃত্বদানের অধিকারী হিসেবে মনে করে থাকেন । তাই তারা সর্বদা আমার ভালো চান এবং তারা মনে করেন আমি জীবনে একসময় খুব ভালো কিছু হতে পারব।

Q&A Icon

বন্ধুরা তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করেন?

আমি সর্বদা আমার বন্ধুদের সৎ উপদেশ দিয়ে থাকি, তাদের বিপদে-আপদে ভাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা, বুদ্ধি পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও তাদের সাথে সব সময় বড় কোনো ধরনের বিষয় নিয়ে হাসি ঠাট্টা থেকে বিরত থাকার চেষ্টা করি বিধায় আমার বন্ধু বান্ধবীরা আমাকে ম্যাচিউর, সৎং ও ভাল বুদ্ধি দাতা, পরিকল্পনা কারী, সহায়তাকারী বন্ধু, ধার্মিক ও হাসি। খুশি হিসেবে মনে করে থাকে।

Q&A Icon

সমালোচনাকারী ও বিদ্রূপকারী তোমার সম্পর্কে কি ধারণা পোষণ করেন?

কোন মানুষ ভুলের উর্ধে নয়। তাই আমি মনে করি আমারও কোন ভুল রয়েছে। আমি অনেক সময় আমার অনেক সমালোচনাকারীকে বলতে শুনেছি যে, তারা মনে করে থাকেন যে আমি কোন কাজ কখনো শুরু করলে তা শেষ না করা পর্যন্ত কখনোই হাল ছাড়ি না। তাই তারা আমাকে খুব জেদী হিসেবে মনে করে থাকেন। এছাড়াও তারা আমাকে সর্বদা একজন ধার্মিক মানুষ হিসেবে মনে করে থাকেন। অপরদিকে, আমি অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মুখের উপরে সত্য কথা বলে দেওয়াতে অনেক সময় বিদ্রূপকারী রা আমার এই মুখের উপরে সত্য কথা বলে দেওয়া বিষয়টি নিয়ে কথা বলে থাকেন। এছাড়াও অনেকে আমার পরীক্ষায় ভালো ফলাফল করা দেখে বা আমার ভালো কিছু অর্জন করা দেখে অনেক সময় সমালোচনা ও বিদ্রুপ করে থাকে বা হিংসা করে থাকে।

Q&A Icon

তোমার ১০ টি গুণ ও ১০ টি দোষ নিজের ভাষায় লিখ।

Powered by Froala Editor

ভাল গুণ

1. স্বদেশপ্রেমী।

2. সত্যবাদী।

3. নীতিবান ও ন্যায় পরায়ণ।

4. পরিশ্রমী।

এভাবে নিজের গুণ ও দোষ গুলো লিখতে হবে

Powered by Froala Editor